শিমের পুষ্টিগুণ

blogspot 0 comments

শীতকালের একটি জনপ্রিয় সবজি শিম। আর এই শিমে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন আর মিনারেল।  বাংলাদেশের প্রায় সব এলাকায় কম বেশি শিমের ছাষ হয়ে থাকে। কিছু কিছু বাজারে এসে পড়েছে শিম, তবে আর কয়দিন পর প্রয় সব বাজারে পাওয়া যাবে শিম। আজ আমরা জেনেনি এই শিমের পুষ্টিগুণ এবং খাদ্য উপকারিতা সমপর্কে।
শিমে ক্যালরির পরিমাণ কম থাকে। কিন্তু এতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন সি, জিংক ও মিনারেল। এগুলো শরীরের জন্য অত্যাবশ্যকীয়।

শিমের বিভিন্ন ধরনের পুষ্টিগুণ ও শিমের মধ্যে থাকা খনিজ চুল পড়া রোধে সহায়তা করে এবং চুলের স্বাস্থ্য সুরক্ষায়ও উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে: এই সবজির পাচক আঁশ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এর স্যাপোনিনস রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রাখে।

শর্করা ও চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস বশে রাখার ক্ষমতা আছে।  ☞ সাদা শিম বাতের ব্যাথা ও কফ বিনাস করে। হলদেটে শিম সবচেয়ে উপকারী।

শিমের বিচিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উভয় উপাদানই রয়েছে যা হৃদরোগ নিয়ন্ত্রণ করে।

শিমের বিচিতে প্রচুর পরিমাণে ভিটামিন বি৬ বা ফোলেট আছে। স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য এই উপাদানটির উপরে নির্ভরশীল যেটি শরীরে অ্যামিনো অ্যাসিড তৈরি করে কাজ সম্পাদন করে। গর্ভবতী মহিলঅদের জন্য এই খাবারটি অত্যন্ত উপকারী।

শিমের বিচিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উভয় উপাদানই রয়েছে যা হৃদরোগ নিয়ন্ত্রণ করে।

শিমের পুষ্টিগুণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শুধু বাড়িয়েই দেয় না, রোগকে শরীর থেকে দূরে রাখে। বাজারে যতদিন শিম পাওয়া যায়, প্রতিদিনের খাদ্যসঙ্গী করুন।

পতিটা জিনিসের উপকারিতার পাশা পাশি কিছু অপকারিতা দিক থাকে ঠিক সেই ভাবে শিমের ও কিছু অপকারিতা দিক আছে যেমন:

কারও কারও শিম খেলে মাইগ্রেনের তীব্রতা বাড়তে পারে। মাথাব্যথা হতে পারে।
এ ছাড়া শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিলে শিম খাওয়া বাদ দিতে হবে।
  যাঁরা বিষণ্নতার জন্য মনো-অ্যামাইন অক্সিডেস ইনহিবিটর খান, তাঁদের জন্য শিম বাদ দেওয়াই ভালো। এই সবজির উপাদান এসব ওষুধের সংস্পর্শে এসে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে।


বেগুনের উপকারিতা






থানকুনি পাতার বহু রোগের ডাক্তার 

 

উপকারী ফল বেল 

কাঁচা হলুদে পারে ডায়বেটিস রুখতে।

 

প্রপোজ করার আগে আপনাকে যা করতে হবে

 


শীতকালের একটি জনপ্রিয় সবজিশিম।
শীতকালের একটি জনপ্রিয় সবজিশিম।
শীতকালের একটি জনপ্রিয় সবজিশিম।
শীতকালের একটি জনপ্রিয় সবজিশিম।
শীতকালের একটি জনপ্রিয় সবজিশিম।
শীতকালের একটি জনপ্রিয় সবজিশিম।
Google+ Pinterest

0 Response to " শিমের পুষ্টিগুণ "

  • Commented politely and wisely in accordance with the content.
  • Comments are not needed by other readers [spam] will be removed immediately.
  • If the article entitled " শিমের পুষ্টিগুণ " is useful, share to social networks.
Code Conversion