মানুষের অন্যতম প্রধান শত্রু মশা আর মাছি আর শীতকালে মশার উপদ্রব স্বাভাবিক এর চেয়ে একটু বেশি ।
রসুন: মশা তাড়ানোর এটা খুব ভাল উপায় | রসুনের গন্ধে মশা আপনার ধারে কাছে আসতে পারবে না | কয়েকটা
রসুনের কোয়া একটু থেঁতো করে জলে ফুটিয়ে নিন | এরপর এই জল ঘরে স্প্রে করুন |
লেবু ও লবঙ্গ: একটি পাতিলেবু এবং ১০টি লবঙ্গ নিন। পাতিলেবুটি মাঝখান দিয়ে কেটে নিন। এরপর সেই পাতিলেবুর কাটা অংশে ৫টি করে লবঙ্গ গুঁজে দিন। বাটিতে করে ঘরের নির্দিষ্ট জায়গায় রেখে দিন। দেখুন কিছুক্ষণের মধ্যেই মশারা ঘর থেকে পালাবে।
কর্পূর: এটা মশা তাড়ানোর জন্য খুব উপকারী | অন্য যে কোনও প্রাকৃতিক মশা তাড়ানোর উপাদানের থেকে সব থেকে ভাল কাজ করে এটা | ঘরের এক কোণায় কর্পূর জ্বালিয়ে ঘরের
সব দরজা জানালা বন্ধ করে দিন | ১৫, ২০ মিনিট পর ঘরে গিয়ে একটাও মশা খুঁজে পাবেন না |
পুদিনা : পুদিনাও মশা দূরে রাখে | পুদিনাকে অনেকরকম ভাবে ব্যবহার করা যায় মশা তাড়ানোর জন্য | পুদিনার
তেল ভেপোরাইজারে ব্যবহার করতে পারেন | বাড়ির বাইরে পুদিনা গাছ লাগালেও মশা মাছি দূরে থাকবে | এমনকি মিন্ট দেওয়া মাউথ ওয়াশ জলের সঙ্গে মিলিশে ঘরে স্প্রে করতে পারেন |
নিম তেল : নিম তেল লাগালে শরীর থেকে একটা গন্ধ বের হয় | যা মশাদের দূরে রাখে | নিম তেল আর
নারকেল তেল সমান পরিমাণে মিশিয়ে গায়ে মেখে নিন (শরীরের খোলা অংশে) | অন্তত আট ঘণ্টা আপনাকে আর মশা কামড়াবে না |
তুলসী: তুলসী মশার ডিম এবং মশা মেরে ফেলে | জানালার কাছে তুলসী
গাছ লাগান | বাড়ির কাছে তুলসী গাছ থাকলে মশা ঘরের ভিতর ঢুকবে না আর মশা জন্মাতে দেবে না |
টি-ট্রি অয়েল: এই তেলের গন্ধ আর অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি মশা
তাড়িয়ে দেয় | টি-ট্রি অয়েল শরীরের খোলা অংশে লাগাতে পারেন বা কয়েক ফোঁটা তেল ভেপোরাইজারে দিয়ে ব্যবহার করতে পারেন |
অ্যারোসলের মতো এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই ব্যবহার করুন নিশ্চিন্তে।
তুলসী
তুলসী মশার ডিম ও মশা মেরে ফেলে। জানালার কাছে বা বারান্দায় তুলসীগাছ লাগান। ঘরের কাছে তুলসীগাছ থাকলে মশা ঘরের ভেতর ঢুকবে না, আর মশা জন্মাতে দেবে না।
- See more at: http://www.kalerkantho.com/feature/a2z/2015/03/23/201683#sthash.SEj5aLL9.dpuf
তুলসী মশার ডিম ও মশা মেরে ফেলে। জানালার কাছে বা বারান্দায় তুলসীগাছ লাগান। ঘরের কাছে তুলসীগাছ থাকলে মশা ঘরের ভেতর ঢুকবে না, আর মশা জন্মাতে দেবে না।
- See more at: http://www.kalerkantho.com/feature/a2z/2015/03/23/201683#sthash.SEj5aLL9.dpuf
কর্পূর
কর্পূর
0 Response to " প্রাকৃতিক উপায় মশা তাড়ানোর ঘরোয়া সমাধান "