ইমারজেন্সি কনট্রাসেপটিভ পিলস খাওয়ার আগে জেনেনিন এই তথ্যগুলি, জানলে আশ্চর্য হবেন
ইমারজেন্সি কনট্রাসেপটিভ পিলস বর্তমান সময়ে এটার ব্যবহার প্রতিনিয়ত বেড়ে চলেছে,
ইমারজেন্সি কনট্রাসেপটিভ পিলস এটি একটি গর্ভনিরোধক ওষুধ হিসেবে ব্যবহার হয়। তবুও অনেকের মধ্যেই থেকে যায় নানারকম সন্দেহ৷ ওঠে কিছু প্রশ্নও, যার সমাধান দিতে পারেন একমাত্র চিকিৎসকই৷ তবে এক্ষেত্রে নিজেদেরও কিছুটা জেনে রাখা প্রয়োজন৷
👥:- ইসিপি-ই একটি গ্রুপেরই রয়েছে এবং তা একমাত্র বিকল্প৷ যে কোনও ভাবে এটা খেতেই হবে৷
🗣:- বাজারে অনেক রকমের ইসিপি থাকে৷ তবে কোনটায় সাইড এফেক্ট কম হবে তা বলতে পারবেন চিকিৎসকই৷ তাই বয়ফ্রেন্ডের সঙ্গে নিয়মিত মেলামেশার অভ্যেস থাকলে, একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরই ব্যাগে ইসিপি রাখুন৷বমি পাওয়া, অ্যাবডোমিনাল ক্র্যাম্পের মতো সমস্যাগুলো যদি ইসিপি নেওয়ার পর হতে থাকে, তাহলেও ডাক্তারের পরামর্শেই ওষুধ খেতে হবে৷
👥:- ইসিপি গর্ভপাত করায়৷
🗣:- আদৌ না, এই ধরনের গর্ভনিরোধক ওষুধ শুধুমাত্র ওভিলিউশন প্রক্রিয়াকে হতে বাধা দেয়৷ ফলে ফ্যালোপিয়ান টিউবে স্পার্ম থাকলেও কোনও এগ না পেয়ে তা নিষ্ক্রিয় হয়ে পড়ে তিনদিনের মধ্যে৷ তাই অসংরক্ষিত যৌনমিলনের পর যত দ্রুত সম্ভব ওষুধ খেতে হবে৷ কিন্তু চার-পাঁচদিন দেরি হলে প্রেগনেন্সি একবার এসে গেলে এই ওষুধ আর কাজ করতে পারে না৷
👥:- গতকাল রাতে ঘটনাটি ঘটেছে৷ পরদিন সকালে ইসিপি নেওয়া নিরাপদ?
🗣:- কোনও অসুবিধা নেই৷ ৭২ ঘণ্টার (তিন দিন) মধ্যে খেলেই হবে, তবে যত তাড়াতাড়ি খওয়া যায় ভাল। কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত করে বলা যায় না৷
👥:- আজকে ইসিপি খেয়েছি, কালকে আবার সহবাস হতেই পারে৷
🗣:- আজ ইসিপি খাওয়ার দুদিন পরেই যদি অসুরক্ষিত যৌন সম্পর্ক স্থাপন করেন, তবে আগের ইসিপি সেখানে কোনও কাজ করবে না৷তাতে বেড়ে যাবে প্রেগনেন্সির সম্ভাবনা৷কারণ আগের সহবাসের পর কয়েকদিন পর্যন্ত ফ্যালোপিয়ান টিউবে এগের অপেক্ষায় কিছু স্পার্ম তখনও থেকে যায়৷ ফলে আনপ্রোটেক্টেড সেক্সে বাড়বে রিস্কও৷
👥:- ইসিপি বেশি খেলে কি ভবিষ্যতে গর্ভধারণে সমস্যা হতে পারে ?
🗣:- ইসিপি খেলে ভবিষ্যতে গর্ভধারণের ক্ষমতা কমে যায়, এরকম কোনও পরীক্ষিত সত্য এখনও পাওয়া যায়নি৷
👥:- যে কেউ খেতে পারেন৷
🗣:- না, একেবারেই নয়৷ যারা মাইগ্রেন, জন্ডিস বা হার্টের সমস্যায় ভুগছেন, তারা এটি খাবেন না৷

0 Response to " ইমারজেন্সি কনট্রাসেপটিভ পিলস খাওয়ার আগে জেনেনিন এই তথ্যগুলি, জানলে আশ্চর্য হবেন "
-
Commented politely and wisely in accordance with the content.
-
Comments are not needed by other readers [spam] will be removed immediately.
-
If the article entitled "
ইমারজেন্সি কনট্রাসেপটিভ পিলস খাওয়ার আগে জেনেনিন এই তথ্যগুলি, জানলে আশ্চর্য হবেন
" is useful, share to social networks.
Code Conversion