পুরুষের জন্য জন্মবিরতিকরণ পিল!

blogspot 0 comments

পুরুষদের জন্য জন্মবিরতিকরণ পিল! হ্যাঁ, এতদিন ধরে শুধু নারীরাই এমন পিল সেবন করছেন। কিন্তু আর না। উটকো এ ঝামেলা থেকে নারীদের রেহাই দেয়ার আশা দিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলেছেন, আর মাত্র ৩ বছরের মধ্যে পুরুষের জন্য জন্মবিরতিকরণ পিলে ভরে যাবে বাজার। ফলে নারীর পরিবর্তে জন্মবিরতিকরণ পিল সেবন করতে হবে পুরুষকে।
এখন পর্যন্ত শুধুমাত্র নারীদের জন্যই বের হয়েছে পিল বা জন্মবিরতিকরণ বড়ি। কিন্তু ইসরাইলের একদল বিজ্ঞানী দাবি করেছেন, তারা পুরুষের জন্যও এমন পিল উদ্ভাবন করেছেন। ওই পিল বা বড়ি সেবনকারী পুরুষের শুক্রাণু নারীর গর্ভাশয়ে পৌঁছানোর আগে তা নিষ্ক্রিয় করে দেবে। তারা আরও দাবি করেছেন, একজন পুরুষকে এ পদ্ধতি অবলম্বনকারীকে প্রতিদিন নারীদের মতো পিল সেবনের দরকার নেই। তাদেরকে একটি পিল খেতে হবে প্রতি তিন মাসে। ইসরাইলের বার-ইয়ান ইউনিভার্সিটির প্রফেসর হেইম ব্রেইটবার্ট ও তার সহযোগীরা আবিষ্কার করেছেন এ পিল। তাদের উদ্ভাবিত এ পিলটি একই সঙ্গে পুরুষের হরমোন টেস্টোস্টেরন ও নারীর হরমোন প্রজেস্টেরনকে গর্ভসঞ্চারে সরাসরি বাধা দেবে না। এর কর্মকৌশল হবে একটু ভিন্ন। আবিষ্কৃত এ পিলটি হলো একটি ট্যাবলেট। এর কাজ হলো পুরুষের শুক্রাণুর ভিতরে থাকা একটি প্রোটিনকে সরিয়ে ফেলা, যা নারীর গর্ভসঞ্চারে আবশ্যক। ফলে ওই পিল সেবনকারী পুরুষের শুক্রাণু গর্ভাশয়ে পৌঁছলেও নারী গর্ভবতী হবে না। এ পিল সেবনে জন্মনিয়ন্ত্রণে শতভাগ সফলতার আশা করছেন বিজ্ঞানীরা।
Google+ Pinterest

0 Response to " পুরুষের জন্য জন্মবিরতিকরণ পিল! "

  • Commented politely and wisely in accordance with the content.
  • Comments are not needed by other readers [spam] will be removed immediately.
  • If the article entitled " পুরুষের জন্য জন্মবিরতিকরণ পিল! " is useful, share to social networks.
Code Conversion