সফেদার স্বাস্থ্য উপকারিতা ও গুনাগুন

blogspot 0 comments


> সফেদা আমরা অনেকেই চিনি চাটগাঁর ভাষায় আলিবুট বলে
> এটি একটি অত্যন্ত সুস্বাদু পুষ্টিকর একটি ফল
স্বাদের দিক দিয়ে এটি আম কিংবা কলার মতই পরিচিত

> যাঁরা মিষ্টি খেতে পছন্দ করেন অথচ ফ্যাটের ভয় পান, তাঁদের জানিয়ে রাখছি, সফেদা একদম ফ্যাটমুক্ত ফল তাই যাঁরা মিষ্টি পছন্দ করেন তাঁরা নির্দ্বিধায় খেতে পারেন সফেদা
> কিন্তু আমরা অনেকেই এই অতি সুস্বাদু ফলটির পুষ্টিগুণ জানি না
> সফেদায় আছে অনেক ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ট্যানিন যা আমাদের দেহের জন্য অত্যন্ত কার্যকরী
> সফেদা ফলটি শুধুমাত্র এর স্বাদ গন্ধের জন্যই সমাদৃত নয় সফেদা ফলের রয়েছে অনেক স্বাস্থ্য সৌন্দর্য উপকারিতা

সফেদার স্বাস্থ্য উপকারিতা
সফেদায় আছে ফাইবার, পলিফেনলিক যৌগ ভিটামিন সি যা আমদের দেহকে নীরোগ রাখতে সহায়তা করে। আসুন দেখে নেয়া যাক অনেক গুণ সম্পন্ন সফেদার কিছু স্বাস্থ্য উপকারিতা
>> সফেদায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন ফসফরাস যা হাড়ের গঠন মজবুত করে
>> সফেদার বীজের নির্যাস কিডনির রোগ সারাতে সাহায্য করে
>> সফেদা কনজেশন এবং কাশি থেকে উপশম করতে সাহায্য করে
>> শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করে এবং ফুসফুস ভালো রাখে
>> সফেদা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান প্রদাহজনক সমস্যা সমাধানে সমাধান করে অর্থাৎ গ্যাসট্রিটিস কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে
>> সফেদায় বিদ্যমান ভিটামিন চোখের সুরক্ষায় কাজ করে রাতকানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়
>> আধাপাকা সফেদা পানিতে ফুটিয়ে কষ বের করে খেলে ডায়রিয়া ভালো হয়
>> সফেদা ওজন কমাতে সাহায্য করে সফেদা নিয়মিত খেলে স্থুলতা জনিত সমস্যার সমাধান হয়
>> সফেদায় রয়েছে প্রচুর পরিমাণে গ্লুকোজ যা আমাদের শক্তি প্রদান করে
>> শুধুমাত্র সফেদা ফল নয়। সফেদা গাছের পাতারও ঔষধি গুণ রয়েছে। সফেদা গাছের পাতা ছেঁচে সদ্য ক্ষত হওয়া স্থানে দিলে দ্রুত রক্তপাত বন্ধ হয়।
>> সফেদা ডায়রিয়া বিরোধী উপাদান হিসেবে কাজ করে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার হাত থেকে দেহকে রক্ষা করে।
>> সফেদা ফলের স্নায়ু শান্ত এবং মানসিক চাপ উপশম করার ক্ষমতা রয়েছে। ডাক্তাররা অনেকেই অনিদ্রা , উদ্বেগ এবং বিষণ্নতা রোগে ভুগছেন এমন ব্যক্তিকে সফেদা ফল খেতে বলেন। এতে অনিদ্রা , উদ্বেগ এবং বিষণ্নতা রোগ থেকে মুক্তি পাওয়া যায়

সৌন্দর্য চর্চায় সফেদা
সফেদা ফলের মধ্যে আছে অনেক ভিটামিন, খনিজ পদার্থ এবং অ্যান্টিঅক্সিডেন্টসমূহ যা আমাদের একটি সুস্থ এবং উজ্জ্বল ত্বক পেতে অনেক সাহায্য করে। জেনে নিন সফেদার কিছু সৌন্দর্য উপকারিতা
>> সফেদায় রয়েছে ভিটামিন সি যা ত্বকে সুন্দর উজ্জ্বল করতে সহায়তা করেসফেদা ফলে আরও রয়েছে ভিটামিন যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বককে কোমল করে তোলে
>> সফেদা চামড়ায় ছত্রাকের আক্রমণ রোধে বিশেষ উপযোগী। এছাড়াও ত্বকে ভাইরাস জনিত গোটা উঠা রোগেরও সমাধান সফেদা ফল
>>সফেদা ফলের বীজের ঔষুধি গুণাগুণ অনেক বেশি। চামড়ার যে কোন ধরণের ইনফেকশন দূর করতে সফেদা বীজের তেল বেশ কার্যকর। সফেদা ফল ত্বকের অয়েন্টমেন্ট হিসেবে কাজ করে
 <<<<<<<****>>>>>>>>
সফেদার প্রতি ১০০ গ্রাম খাদ্যযোগ্য অংশে রয়েছে
খাদ্যশক্তি ৮৩ কিলোক্যালরি
শর্করা ১৯.৯৬ গ্রাম
আমিষ .৪৪ গ্রাম
ভিটামিন বি২ .০২ মিলিগ্রাম
ভিটামিন বি৩ . মিলিগ্রাম
ভিটামিন বি৫ .২৫২ মিলিগ্রাম
ভিটামিন বি৬ .০৩৭ মিলিগ্রাম
ফলেট ১৪ আইইউ
ভিটামিন সি ১৪. মিলিগ্রাম
ক্যালসিয়াম ২১ মিলিগ্রাম
আয়রন . মিলিগ্রাম
ম্যাগনেসিয়াম ১২ মিলিগ্রাম
ফসফরাস ১২ মিলিগ্রাম
পটাশিয়াম ১৯৩ মিলিগ্রাম
সোডিয়াম ১২ মিলিগ্রাম
জিংক . মিলিগ্রাম



 

 

Google+ Pinterest

0 Response to " সফেদার স্বাস্থ্য উপকারিতা ও গুনাগুন "

  • Commented politely and wisely in accordance with the content.
  • Comments are not needed by other readers [spam] will be removed immediately.
  • If the article entitled " সফেদার স্বাস্থ্য উপকারিতা ও গুনাগুন " is useful, share to social networks.
Code Conversion