পিরিয়ড প্রত্যেক নারীর জীবনে একটি সুস্থ স্বাভাবিক ঘটনা। এই পিরিয়ডের সঙ্গে সন্তান ধারন ব্যাপারটি জড়িয়ে থাকে। তাই প্রত্যেক নারীর জীবনে এবং দাম্পত্য জীবনে পিরিয়ড গুরুত্বপূর্ণও বটে। এর ওপরই নির্ভর করে জীবনের একটি বিশেষ মুহূর্ত। মা হাওয়া। কিন্তু একটা প্রশ্ন সবারই থাকে। যে পিরিয়ডের সময় কি সেক্স করা উচিত? এই সম্পর্কে সঠিক জ্ঞান কিন্তু অনেকেরই থাকে না। আসুন জেনে নেই
পিরিয়ডের সময় সেক্স না করা উচিত কারন অনেকেই মনে করে পিরিয়ডের সময় সেক্স করাটা অস্বাস্থ্যকর। এছাড়া অনেকের মতেই পিরিয়ডের রক্ত একটা অপবিত্র, নোংরা এবং লজ্জাকর জিনিস।
যৌন রোগে আক্রান্ত হবার সম্ভবনা থাকে
পিরিয়ডের সময় সেক্স করাটা অস্বাস্থ্যকরও বটে। তাই সেই সময় সেক্স করলে পুরুষদের যৌন রোগে আক্রান্ত হবার সম্ভবনা থাকে। এছাড়াও এই সময় সেক্স করলে ভাইরাস বা জীবাণু দ্বারা আক্রান্ত হবার সম্ভবনা থাকে।
* মাসিকের সময় জরায়ু ও যোনির অম্লভাব থাকে না। তাই এটি খুব সহজেই রোগজীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে।
* মিলনের সময় এবং পরবর্তীতে প্রচন্ড ব্যথা হতে পারে।
* রক্তপাত তুলনামূলক ভাবে বেশি হতে পারে।
* দেহ অপবিত্র লাগে বিধায় মানসিক অরুচি সৃষ্টি হতে পারে।
* পুরুষ লিঙ্গে রক্ত লেগে যৌনমিলনে তার অরুচি জন্মাতে পারে।
* পুরুষের কোন রোগ (Sexual transmited disease) থাকলে এসময় অতিদ্রুত নারী যোনিতে ছড়িয়ে পড়ে।
* তেমনি নারীদেহেও কোন রোগ (Sexual transmited disease) থাকলে পুরুষ দেহে দ্রুত ছড়াতে পারে।
এই সময় সেক্স করাটা যেহেতু অস্বাস্থ্যকর তাই এই সময় সেক্স করলে, পরবর্তী কালে সেক্স করার প্রতি অনীহা তৈরি হতে পারে। এছাড়াও পুরুষের কোন রোগ থাকলে সেটা দ্রুত নারী যোনিতে ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও মুসলিম তত্ত্ব অনুযায়ী এই সময় সেক্স করাটা ঠিক নয়। এই সময় নারীদের এমনিতেই অনীহা থাকে। তাই এই সময় মিলন করতে চাওয়া মানে তাদের ওপর জোড় করা, অন্যায় করা।
ইসলাম ধর্মেও পিরিয়ডের সময় সেক্স করা সম্পূর্ন নিষেদ আছে
রক্তস্রাব/পিরিয়ড চলাকালীন স্ত্রী সহবাস করা স্বামীর জন্য যেমন হারাম ঠিক তেমনি ঐ অবস্থায় স্বামীকে মিলনের সুযোগ দেয়াও স্ত্রীর জন্য হারাম। এ হুকুমটি সরাসরি পবিত্র কুরআনের আয়াত দ্বারা প্রমাণিত। মহান আল্লাহ বলেন:
وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُواْ النِّسَاء فِي الْمَحِيضِ وَلاَ تَقْرَبُوهُنَّ حَتَّىَ يَطْهُرْنَ ২২২) سورة البقرة
"তারা তোমাকে হায়েয সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলে দাও যে, এটা কষ্টদায়ক বস্তু, কাজেই তোমরা হায়েয অবস্থায় স্ত্রী সহবাস থেকে বিরত থাক এবং ততক্ষণ পর্যন্ত তাদের নিকট যাবে না, যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হয়।" [সূরা আল-বাকারাহ: ২২২]
1 Response to " পিরিয়ডের সময় কি সেক্স করা উচিত? "
What nice a creation! Indian Culture and Festivals YouFestive
Reply